ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় দুইজনের মৃত্যু


বাংলা সংবাদ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. হাবিব উল্লাহ (৭৫) ও আমেনা বেগম (৮০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। হাবিব উল্লাহ মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও আমেনা বেগম সোমবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

মৃত আমেনা বেগম আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার মরহুম আবদুল মালেকের স্ত্রী ও মৃত মো. হাবিব উল্লাহর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকার কাজীপাড়ার মৌলভীহাটি মহল্লায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা বেগম গত কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার দুপুরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা সংগ্রহের পর বৃদ্ধার করোনা শনাক্ত হয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিব উল্লাহ মারা যান। করোনা পজিটিভ হয়ে তিনি গত রবিবার হাসপাতাল থেকে ভর্তি ছিলেন বলে হাসপাতাল সূত্র জানায়।

এদিকে এই দুইজনের মৃত্যুর মধ্যে দিয়ে গত কয়েক মাস পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় আবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এনিয়ে জেলায় করোনাভাইরাসে ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে আখাউড়া উপজেলায় মৃতের সংখ্যা ১২।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *