ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। আয়োজনের মধ্যে ছিলো স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইউনিটের করোনা সম্মুখসারির যোদ্ধা (যুব ও স্বেচ্ছাসেবকদের) মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (জীবাণুনাশক সাবান ও হ্যান্ড স্যানিটাইজার)।

দিবসটি পালন উপলক্ষে ২৬ মার্চ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম, এম.এসসি’র পক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক মো: শাহজাহান সাজু, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান শহিদুল ইসলাম অপু, ইউনিটের হিসাব রক্ষক মো: আরিফুর রহমান মনিরসহ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কোভিড-১৯ টিকা কেন্দ্রে দায়িত্ব পালনকারী ইউনিটের ৪১ জন করোনা সম্মুখসারির যোদ্ধা (যুব ও স্বেচ্ছাসেবকের) মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ জীবাণূুনাশক সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ইউনিটের চেয়ারম্যানের পক্ষে ইউনিট লেভেল অফিসার যুব ও স্বেচ্ছাসেবকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে।

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম, এম.এসসি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বিশাল। বাঙালি একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিল। চেয়েছিল এমন একটি রাষ্ট্র, যা প্রতিষ্ঠিত হবে কিছু আদর্শের ভিত্তির ওপর। স্বাধীনতা দিবস আবার এসেছে অনেক রক্তের বিনিময়ে অর্জিত সেসব আদর্শের দিকে ফিরে তাকানোর দাবি নিয়ে।

তিনি আরও বলেন, শোক ও স্বাধীনতার গর্বিত মুহূর্ত খুব কম জাতির জীবনে পাশাপাশি এসেছে। ২৬ মার্চ বাঙালি জাতির জন্য শোক,আনন্দের ও গর্বের একটি দিন ও মুহূর্ত। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় ২৬ মার্চ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম, এম.এসসি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না, আমরা পেতাম না স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। তিনি বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন।বিজ্ঞপ্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *