ব্রিজেস অগ্রানাইজেশন ও নেস্ট এর উদ্যোগে ১৫০ টি পরিবারে “গিফট বাক্স গ্রোসারি সামগ্রী” বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি : গত ২০ জুন রোজ শনিবার ব্রিজেস অগ্রানাইজেশন ও নেস্ট এর উদ্যোগে ১৫০ টি পরিবারে “গিফট বাক্স গ্রোসারি সামগ্রী” বিতরণ করা হয়েছে । ব্রিজেস অগ্রানাইজেশন ও নেস্ট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ২০ জুন শনিবার বিকাল ৫-৬ টায় হ্যামট্রামিক ও ডেট্রয়েটস্থ মসজিদ আল ফালাহ এর পার্কিং লটে মিশিগানের বিভিন্ন শহর থেকে আসা ১৫০ টি পরিবারকে এ সাহায্য প্রদান করা হয় ।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাকিল খন্দকার, আরমানি আছাদ , মনজুরুল করিম তুহিন, নাজেল হুদা, তারেক, আকতার নাহিদ, রাব্বি সহ আরো অনেকে । আগামীতে এ ধরণের সাহায্য অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
– প্রেস বিজ্ঞপ্তি ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *