মৌলভীবাজারের বড়লেখায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামকান্দি-ঘোলষা গ্রামীণ কাঁচা সড়কের কাজ পরিদর্শন করেন।
ইজিপিপি প্রকল্পের আওতায় সড়কের প্রায় ৬০০ মিটার মাটি ভরাটের কাজ করানো হয়েছে। পরিদর্শনে তার সাথে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব তাজ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি ইমাম উদ্দিন হিফজুর, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ প্রমুখ।