আব্দুর রব: বড়লেখায় মঙ্গলবার সকালের ভারি বর্ষণ ও কালবৈশাখি ঝড়ে ব্যাপক গাছপালা উপড়ে পড়েছে ও শতাধিক ঘর-বাড়ি বিধস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে হাকালুকির অর্ধপাকা বোরো ধানের। বিভিন্ন স্থানে অসংখ্য বিদ্যুতের খুঁটির ওপর গাছ পড়ে বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে গেছে।
সকাল এগারোটার দিকে ভারি বর্ষণের সাথে তীব্র কালবৈশাখি ঝড় দেখা দেয়। টানা প্রায় দেড় ঘন্টার ভারি বর্ষণ ও ঝড়ের তান্ডবে উপজেলার কাঠালতলী, দক্ষিণভাগ, হরিপুর, গাংকুল, হাতলিয়া, কলাজুরা, দোহালিয়া, খন্দকার টিলাসহ বিভিন্ন এলাকায় রাস্তা ও বাড়িঘরের ওপর অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেকের ঘরের চালা উড়ে যায়। শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয়েছে। দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের প্রশাসনিক ভবনের সামনের একটি বিশাল আম গাছ উপড়ে পড়ে ভবন ও গেরেজের ব্যাপক ক্ষতি হয়েছে।
পল্লীবিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস জানান, ঝড়ে বিভিন্ন এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ৩৩ কেভি ও ১১ কেভির বিদ্যুৎ লাইনের অসংখ্য খুঁটির ওপর গাছ পড়ায় বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে পড়েছে। দুপুর থেকেই লাইনে কাজ চলছে।