বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে নিমার আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নয়টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নিমার আলী ওই এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিমার আলী বাড়ির উঠোনে ছিলেন। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল নিমার আলীর ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আহতবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।