বড়লেখায় গুজবের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত


ছেলেধরা গুজব ছড়িয়ে পড়ায় মৌলভীবাজারের বড়লেখায় আতঙ্কে আছেন অনেকে। গুজব ছড়িয়ে ছেলেধরা অপবাদে কয়েকজনকে গণপিটুনি দিয়ে আহত করার ঘটনা ঘটেছে এ উপজেলায়। এতে মানুষের মাঝে আতঙ্ক আরও বেড়ে যায়। ছেলেধরা আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতিও কমে যায়।

এমন পরিস্থিতিতে উদ্বেগ কাটাতে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার অব্যাহত আছে। শনিবার (২৭ জুলাই) এই ধারাবাহিকতায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য প্রচারণা চালানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফকিরবাজার উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, ভাগাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেরিট কেয়ার একাডেমী, ফয়লোয়ান বাড়ী উচ্চ বিদ্যালয়, সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, কেছরীগুল উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, কাঠালতলী উচ্চ বিদ্যালয়, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সকালে সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ফাদার দীপক কস্তার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, সমাজসেবক হাজী আসকর আলী, সহকারী শিক্ষিকা সিস্টার মেরলিন প্রমুখ।

এছাড়া উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেব নাথ, হাকালুকি উচ্চ বিদ্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস প্রমুখ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘ছেলেধরা গুজব কাটাতে প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছি। গত শুক্রবার বিভিন্ন মসজিদে আমরা এই বিষয়ে কথা বলেছি। বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যানও বক্তব্য দেন।’