মৌলভীবাজারের বড়লেখায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২০ উপলক্ষে এক দিনের বইমেলা নিয়ে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে বড়লেখা মিডিয়া সেন্টারে এই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী টিএন খানম একাডেমি সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, এপিপি গোপাল দত্ত, শাহ্ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, কোয়াবের সভাপতি ছালেহ আহমদ জুয়েল, বড়লেখা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, কবি ও শিক্ষক মৃণাল কান্তি দাস, বড়লেখা নজরুল একাডেমির শিল্পি টিটু কুমার দেব নাথ, পার্থ সারথী দে পাপ্পু ও দেবাংশু দলপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, দৈনিক যায়যায়দিন সুলতান আহমদ খলিল, শিক্ষক ও ধারাভাষ্যকার শিমুল চৌধুরী প্রমুখ।
এসময় ৭১ টিভির বড়লেখা সংবাদদাতা এ,জে লাভলু, কবি প্রদীপ চক্রবর্ত্তী, আলোকচিত্রী রাজেশ দেব নাথ, সমাজকর্মী সৌরভ চন্দ্র দাস, নজরুল একাডেমির শিল্পি মিকন পাল, সমাজকর্মী চন্দন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৬ ফেব্রুয়ারি বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই মেলা হওয়ার কথা রয়েছে।