বড়লেখায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই


বড়লেখা প্রতিনিধি  :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীতে ফারুক আহমদ নামে এক  ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে গেছে এক দুর্বৃত্ত।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠালতলী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী ফারুককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফারুক উপজেলার কাঠালতলী-স্টেশন এলাকার মৃত মছব্বির আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে ফারুক সাইডিংবাজারে নিজের মুদির দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। বাড়ির কাছে পৌঁছামাত্র এক দুর্বৃত্ত তাকে পেছন দিকে ছুরিঘাত করে সাথে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন  বলেন, ঘটনাটা শোনেছি। আহত ওই ব্যবসায়ীকে বড়লেখা হাসপাতাল থেকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।