বড়লেখায় শিবির নেতা গ্রেফতার


মৌলভীবাজারের বড়লেখায় নয়টি জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানীভুক্ত আসামী শিবির নেতা তোফাজ্জল আহমদ রুমেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রুমেল উপজেলা গাংকুল গ্রামের ফয়জুল হকের ছেলে।

বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া শিবির নেতা রুমেলকে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।