বড়লেখায় ১৭ জন নারী পেলেন সেলাই মেশিন


মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১৭ জন দুস্থ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রবের পরিচালনায়  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক ও বড়লেখা আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা সাব-রেজিষ্ট্রার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা মইন উদ্দিন, মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ানবর লংডং গিরি, সমাজসেবক ইমাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা অরূপ রতন চক্রবর্তী প্রমুখ।