আর্ত মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক মানবিক ব্যক্তিত্ব জনাব কামরুল ইসলামের বাবা, বড়লেখা উপজেলা ০৬ নং সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের (ছিগামহল-সোনাতুলা) সাবেক ইউপি সদস্য, বড়লেখা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলভ ষ্ট্যাম্প ভেন্ডারের সত্ত্বাধিকারী পরোপকারী প্রবীন মুরুব্বী জনাব হাজী মোঃ সমছ উদ্দিন সাহেব
শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চিকিৎসাধীন হাজী সমছ উদ্দিনের জন্য বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র স্থানীয় (বড়লেখা) প্রতিনিধিবৃন্দ তাহমীদ ইশাদ রিপন, শামীম আহমেদ (মাস্টার), আইনুল ইসলাম, নাদের আহমেদ ও মো: আবু তাহের এর পক্ষ থেকে দেশ-বিদেশের আত্মীয়-স্বজন, পরিচিত-পরিজন ও শুভাকাঙ্ক্ষী’বৃন্দের নিকট বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পিতা হাজী সমছ উদ্দিন সাহেবের জন্য দোয়ার আবেদন করেছেন।
মহান আল্লাহপাকের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা, হে আরশে আজিমের মালিক তোমার কুদরতি শিফায় পরোপকারী হাজী সমছ উদ্দিন সাহেব’কে সুস্থতার নেয়ামতের বিনিময়ে উনার সন্তান-সন্ততি,আত্মীয়-স্বজন,শুভাকাংখী সকলের মাঝে ফিরিয়ে দিন- আমিন।
প্রসঙ্গতঃ গত কয়েকদিন পুর্বে হাজী মোঃ সমছ উদ্দিন সাহেবের সহধর্মিণী ও কামরুল ইসলামের মাতা ইন্তেকাল করেন। তাহার ইন্তেকালে শোকাহত হয়ে উনার শারীরিক অবস্থার অবনতি ঘটে।