ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধের হাত ভেঙে দিল ছেলে


পটুয়াখালীতে ভরণপোষণ চাওয়ায় সেকান্দর আলী (৮৪) নামে এক বৃদ্ধের হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (৮ মে) বাউফলের সূর্যমনি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রোববার (৯ মে) দুপুরে খবর পেয়ে তার নাতনি এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী সেকান্দার আলী বাউফল থানায় অভিযোগ দায়ের করেছেন। সেকান্দার আলী সিকদার জানান, তার চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার সঙ্গে দুই ছেলে মিজান সিকদার ও সবুজ সিকদার থাকেন। স্ত্রীসহ ছেলেদের নিয়ে বসবাস করেন তিনি। তবে ছেলেরা তার ভরণপোষণ দেন না। তাই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।

শনিবার দুপুরে সবুজের সঙ্গে বাড়ির বাঁশ কাটা নিয়ে সেকান্দার আলীর কথা কাটাকাটি হয়। এসময় তিনি ছেলেকে ভরণপোষণ দিতে বলেন। এতে সবুজ ক্ষুব্ধ হয়ে দায়ের উল্টো দিক দিয়ে তাকে মারধর করে ঘরে আটকে রাখেন। রোববার দুপুরে এ খবর পেয়ে বড় ছেলে সিদ্দিকুর রহমান সিকদারের মেয়ে (নাতনি) মরিয়ম বেগম তার দাদাকে উদ্ধার করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আখতারউজ্জামান বলেন, বৃদ্ধের বাম হাতের মধ্য অংশ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণ ভেঙে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়েছে। নাতনি মরিয়ম বেগম বলেন, তার দুই চাচা বাড়িতে থাকেন। তারাই দাদার সম্পদ ভোগ করেন। অথচ দাদা-দাদীকে ভরণপোষণ দিতে চান না। এরআগেও কয়েকবার তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। তিনি নিরুপায় হয়ে মানুষের দুয়ারে হাত পেতে জীবন চালান।

বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীকে আটকের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *