বিনোদন ডেস্ক :: ভারতে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি এবং উপস্থাপক আনজাম মাসুদ। কলকাতায় ‘প্রগতী বাংলা অ্যাওয়ার্ড-২০১৯’ র্শীষক এই সম্মাননার আয়োজন করেছে প্রগতি বাংলা নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে অংশ নিতে শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন আনজাম মাসুদ। এদিকে, আজ সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন চিত্রনায়িকা পপি।
পপি বলেন, সম্মাননা সবসময়ই আনন্দের। আর সেটি যদি হয় ভিন্নদেশ থেকে পাওয়া, তবে তো কোনো কথাই নেই। সত্যি দারুণ লাগছে। অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞ, আমাকে এমন একটি সম্মাননা দেওয়ার জন্য।
পপি আরো জানান, ‘প্রগতী বাংলা অ্যাওয়ার্ড-২০১৯’ শীর্ষক এই অনুষ্ঠানটি আজ বিকেলে গ্যালারি গোল্ড অডিটারিয়ামে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, একই অনুষ্ঠানে বাংলাদেশে ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও গীতিকার কবির বকুলকেও সম্মাননা দেয়া হবে।