বিনোদন ডেস্ক :: ‘ভারত’-এর প্রথম পোস্টারে একাই প্রকাশ্যে এসেছিলেন সালমান খান। বয়স্ক লুকে এক অন্য ভাইজানকে দেখেছিলেন দর্শক। এ বার সঙ্গে তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
সোশ্যাল মিডিয়ায় ‘ভারত’ এর নতুন পোস্টারের ছবি শেয়ার করেছেন সালমান। তিনি লিখেছেন, সব হাসির পিছনেই দুঃখ লুকিয়ে থাকে। আর সেই দুঃখই আপনাকে বাঁচিয়ে রাখে। পোস্টার দেখেই বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, বক্স অফিসে সালমানের এই ছবি জ্যাকপট হতে চলেছে।
একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।
আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সালমান- ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। দিশা পটানি এবং টাবুর মতো নায়িকাদের অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।