ভারত-পাকিস্তানে ৭ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের ৭ শতাধিকেরও বেশি অ্যাকাউন্ট ও প্রায় ৪০০টি পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

সোমবার এ সম্পর্কে এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরোধী দল কংগ্রেস ও পাকিস্তানী সেনাবাহিনী সংশ্লিষ্ট মোট ৭১২টি অ্যাকাউন্ট ও ৩৯০টি পেজ মুছে দেয়া হয়েছে। এছাড়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে সমর্থন দেয়া কিছু আইটি প্রতিষ্ঠানের পেজও বন্ধ করে দেয়া হয়েছে।

ফেসবুকের বন্ধ করে দেয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর মধ্যে ৫৪৯টি অ্যাকাউন্ট ও ১৩৮ পেজই কংগ্রেসের। এ সম্পর্কে কংগ্রেস থেকে জানানো হয়েছে, তাদের অফিশিয়াল ও ভেরিফাইড কোনো পেজ ও অ্যাকাউন্ট ফেসবুক বন্ধ করেনি।

দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগের সর্ববৃহৎ এ মাধ্যমটি ব্যবহার করে গুজব ছড়ানো ও রাজনৈতিক অপব্যবহারের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ ভারতের সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে কঠোর এ পদক্ষেপ গ্রহণ করল।

ভারতে প্রায় ৩০০ মিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক দলগুলো ফেসবুকের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে যা অনেক ক্ষেত্রেই নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *