(ভিডিও-সহ) বিয়ের পার্টিতে প্রকাশ্যেই চুমু খেয়ে বসলেন নায়িকা!


বিনোদন ডেস্ক :: হিন্দি সিরিয়ালে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। টেলিভিশনে তারকাখ্যাতি নিয়ে নাম লিখিয়েছেন বলিউডে। কাজের পাশাপাশি প্রাক্তন প্রেমিককে নিয়েও অনেকবার আলোচনায় এসেছে তার নাম।

অঙ্কিতা লোখন্ডে এবার আলোচনায় চুমুর ভিডিও দিয়ে। নায়িকাকে দেখা গেল বিয়েবাড়িতে নতুন প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে।

প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুত। তবে সে পর্ব এখন অতীত। পুরনো কাসুন্দিও আর ঘাটতে চান না অঙ্কিতা। নতুন প্রেমিক খোঁজে নিয়েছেন তিনি। তার সঙ্গে কাটছে মধুর সময়।

সম্প্রতি ভিকি জৈন নামের প্রেমিকসহ এক বিয়ে বাড়িতে হাজির হয়েছিলেন তিনি। সেই বিয়ের পার্টিতে ফূর্তি মুডে ছিলেন তিনি। নাচছিলেন। সেই নাচের ফাঁকেই হঠাৎ করে ভিকিকে চুমু খেলেন৷ সেই ভিডিও এখন ভাইরাল।

জানা গেল, আপাতত অঙ্কিতা নিজের সাকসেস উপভোগ করছেন বলিউডে। কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মণিকর্নিকা’ ছবিতে ছিলেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে সবমহলে।