ভেনেজুয়েলায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক :: ভেনেজুয়েলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ক্যাপ্টেন, দু’জন মেজর এবং দু’জন লেফটেন্যান্ট কর্নেল।

ওই সামরিক হেলিকপ্টারটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে কোজেদেস রাজ্যের সান কার্লোসের উদ্দেশে যাত্রা করেছিল। এটি কারাকাস পাড়ি দেয়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার কোজেদেস রাজ্যের এল পাও শহরে সামরিক প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন মাদুরো।

যুক্তরাষ্ট্র এবং বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোর সমর্থকরা তার দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন গুয়াইদো। তিনি সৈন্যদের বিশ্বাসঘাতকতা না করার আহ্বান জানিয়েছেন।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত চলছে। কয়েক মাস আগেই মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। তারপর থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *