ভয়ঙ্কর ও বর্বর সাইফ আলী খান

banglashangbad

মাথায় লম্বা চুল, লম্বা দাড়ি। লাল লাল চোখ ভয়ঙ্কর চেহারা। ‘লাল কাপ্তান’ সিনেমার প্রথম ট্রেলারে এমনই নাগা সাধুর বেশে হাজির হয়েছিলেন সাইফ আলী খান। এবার প্রকাশ হলো সিনেমাটির দ্বিতীয় ট্রেলার।

১ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারের শেষের দিকে সাইফ আলী খানকে দেখা যায়। এখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর সাইফের তরবারির সামনে এক ছোট্ট শিশু। বর্বররূপে এই শিশুর উপর তরবারী চালায় সাইফ। দৃশ্যটি দেখলে ভয়ে শীতল হয়ে যাবেন যে কেউ।

নতুন ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে দীপক ডোব্রিয়াল নামে একটি নতুন অভিনেতাকে। যে কুকুরের মতো ঘ্রাণ নিয়ে লুকিয়ে থাকা মানুষদের খুঁজে বের করে। নায়িকা সোনাক্ষী সিনহাকেও দেখা যাচ্ছে মুখে নেকাব পড়া অবস্থায়। আরও দেখা যাচ্ছে মুক্কাবাজের অভিনেত্রী জোয়া হুসেনকে।

লাল কাপ্তান সিনেমাটি নির্মাণ করেছেন নভদ্বীপ সিং। তিনি বলেন, ‘নাগা সাধুর জীবন সম্পর্কে দর্শক ধারণা পেয়েছেন প্রথম ট্রেলারে। আর দ্বিতীয় ট্রেলারে ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলি দেখছেন সবাই। এখন শুধু আর সাইফ আলী খানের উপর ফোকাস নয়, নজর থাকুক অন্যদের উপরও।’

উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর ভারতে মুক্তি পাবে সাইফ আলী খানের সিনেমা ‘লাল কাপ্তান’।