মদন থানায় সদ্য যোগদানকারী অফিসার ইন চার্জ আহাম্মদ কবীর উপজেলার মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে মতবিনিময় সভা করেছে।
আজ মঙ্গলবার ২২ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখে, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ময়না মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ছামসুল হক খসরু, বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান ও এস আই আব্দুল হালিম প্রমুখ।
মতবিনিময় সভায় সদ্য যোগদানকারী অফিসার ইন চার্জ নিজেকে, মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে, মদন থানাকে মাদক, সস্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা জন্য, মুক্তিযোদ্ধাদের একান্ত সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন।