কুমিল্লায় সদ্য উদ্বোধন করা দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় হিন্দি গানের সাথে নাচের ভিডিও’র শুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। সে ভিডিও ফেসবুকে আপলোড হওয়ার পর ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
মসজিদে এমন ভিডিও ধারণের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।
ভিডিওতে দেখা গেছে, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
ভিডিও ধারণের স্থান ও মসজিদের নাম শনাক্ত করা গেলেও জানা যায়নি ওই তরুণ-তরুণীদের পরিচয়। তবে পুলিশ জানিয়েছে, তাদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে।’