মিশিগানের আল কুরআন একাডেমি ও উত্তর ডেট্রয়েট ইসলামিক সেন্টার (আইসিএনডি)- এর উদ্যোগে মসজিদ আল ফালাহ’র সামার ফেস্টিভাল ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ আগস্ট, শনিবার।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হবে সকাল ১১ টায় এবং শেষ হবে বিকাল ৫ টায়। এতে অংশ নেওয়ার জন্য কোনো ফি দিতে হবে না।
সামার ফেস্টিভালে থাকবে বাউন্স হাউজেস, ট্র্যাকলেস ট্রেইনস, আইসক্রিম ক্যান্ডি, ফুড ভেন্ডরস, হিনা বুথ, ফ্রি ব্যাকপ্যাকস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
হেল্পিং হ্যান্ড ইউএসএ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা এবং মুসলিম ফ্যামিলী সার্ভিসের সহযোগীতায় এ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।