মহাকাশ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরলেন ৩ পর্যটক


জাপানি ধনকুবের, তার সহকারী এবং রাশিয়ান নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ দিন কাটিয়ে সোমবার (২০ ডিসেম্বর) নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের ফ্যাশন টাইকুন ও ধনকুবের ইউসাকু মায়েজাওয়া, তার সহকারী ইয়োজো হিরানো এবং রাশিয়ান নভোচারী আলেকজান্ডার মিসুরকিন কাজাখস্তানের জেজকাজগান শহরে  অবতরণ করেন।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-ভিত্তিক মহাকাশ পর্যটন কোম্পানি স্পেস অ্যাডভেঞ্চারস তাদের ফ্লাইটের আয়োজন করেছিল।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *