মহামারীতে ডেট্রয়েটে প্রতি ১০ জনে  ৪ জন চাকরি হারিয়েছে  


মিশিগানের একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাস  মহামারীর কারণে ৪৩ শতাংশ ডেট্রয়েটার চাকরি হারিয়েছেন।  জরিপটি ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত করা হয়। জরিপের ফলাফলগুলি অনুযায়ী  ডেট্রয়েটে বেকারত্বের হার এখন রাজ্যব্যাপী বেকারত্বের হারের দ্বিগুণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেকারত্বের হারের চেয়ে তিনগুণ। 

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আয়ের লোকেরা। এমনকি  এখনও  কাজে নিয়োজিত আছেন তাদের মধ্যে ২৭ শতাংশ কর্মঘন্টা হারিয়েছেন। ইনকাম  কমে যাওয়ার কারণে  তাদের  দীর্ঘমেয়াদি আর্থিক  সুরক্ষা  হুমকির মুখে। ইউএমের ডেট্রয়েট মেট্রো এরিয়া কমিউনিটিস স্টাডির অধ্যাপক জেফ্রি মোরেনফ জানান। 

ডেট্রয়েটার যারা এখনও কাজ করছেন, তাদের মধ্যে ৪৩% প্রাথমিকভাবে বাড়ির বাইরে, ৪২% প্রাথমিকভাবে বাড়ি থেকে এবং ১৫% তাদের সময়টি বাড়ি এবং বাড়ির বাইরে সমন্বয় করে কাজ করেন।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *