সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির নবগঠিত কমিটির আজ ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে মাজার জিয়ারত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্যে নবগঠিত আহবায়ক কমিটির কার্যক্রম শুরু করেন নেতৃবৃন্দ। সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিন আহমদ ও সদস্য সচিব সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ এর নেতৃত্বে আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ মাজার জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা শাখা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুল কাশেম মো: সুহেল, নোমান আহমদ, রেজাউল কাদির রেজা,মো: সামসুদ্দোহা, দোলোয়ার হোসেন সায়েম, হেলাল আহমদ,জয়নুল আহমদ জয়,আতিকুর রহমান, আলী আহমেদ রণি, সদস্য রাসেদ আহম, মামুন আহমদ, মামুন আহমেদ মুন্না,বেলাল আহমদ রাহাত, রাসেল আহমদ, নিজাম উদ্দিন, মো: মুহিবুল ইসলাম, মিসকাতুল আলম জুবেল, মামুন মিয়া।
এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন ছাত্রদল সভাপতি জিয়াউল হক মাসুম ,সাধারণ সম্পাদক মোঃ আবু শাহেদ, মোঃ হিরা মিয়া, লুৎফুর রহমান,অলিউর রহমান মাহবুব, নুরুল আমিন, আকবর আলী সাগর, জাকির হুসেইন,মারুফ আলী, জয়নুল হক ইমন সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, মানিক আহমদ, ইমরান আহমদ, পাভেল আহমদ, হারুন, রাসেল আহমদ, রাহিম, দেলোয়ার, রিমন, শাহেল, শুবেদ, রুবেল, মামুন আহমদ, মিজান, রাসেল-জলিল, সবুজ, রাব্বি, রুবেল, শেবুল, মোঃ শামিম আহমদ, লিমন মিয়া, হাফিজুর, মিদুল, মখতার, জাকির, আল- আমিন, শাদাত, জাকারিয়া, নয়ন, মো মুরাদ তালুকদার, মো রাকি,মো ইমরান আহমদ, ,আতিকুর রহমান,মাহিদ তালুকদার, মো মাসুদ আহমেদ, সালমান বাদশা, মাহিন তালুকদার, নাহিদ, রাজু আহমেদ, হাবিবুর রহমান, তাহমিদ আহমেদ রনি,জুবের আহমদ,মইনুল হোসেন,সাজ্জাদ,আবু বক্কর, ইকবাল,মনছুর মিদুল,মখতার, জাকির, আল- আমিন, শাদাত, জাকারিয়া, নয়ন, মো মুরাদ তালুকদার, মো রাকি,মো ইমরান আহমদ,আতিকুর রহমান, মাহিদ প্রমুখ।