মাঠে ফিরতে মরিয়া সাকিব ঝালিয়ে নিলেন ব্যাটিংটা


ক্রীড়া ডেস্ক:: অনেকটা দিন মাঠের বাইরে। সাকিব আল হাসানের যেন তর সইছে না। হাতের আঙুলের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ মঙ্গলবার সকাল থেকে সূর্য যখন মধ্য গগনে- প্রায় দুই ঘণ্টা ফিজিক্যাল ট্রেনিং করলেন। ফিজিও ইফতেখারুল ইসলামের তত্ত্বাবধানে রানিং, জগিং, স্ট্রেচিং আর কিছু এক্সারসাইজে সময় কাটলো সাকিবের।

পড়ন্ত বিকেলে সাকিব ব্যাট হাতে মাঠে। শেরেবাংলায় মোহামেডান আর লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ শেষে ব্যাট হাতে অনুশীলনে দেখা গেল তাকে।

সাকিব ব্যাটিং প্র্যাকটিস করেছেন সেন্টার উইকেটে। প্রায় ২০ মিনিট একটানা ব্যাটিং করেন তিনি। নিজের পছন্দের সবগুলো শটই ঝালিয়ে নিচ্ছিলেন।

সামনে আইপিএল, আছে জাতীয় দলের আয়ারল্যান্ড সফর। তার চেয়েও গুরুত্বপূর্ণ এর পরের বিশ্বকাপ। ফিট সাকিবকে তো সেখানে সবচেয়ে বেশি দরকার পড়বে বাংলাদেশের। তার আগে নিজেকে প্রস্তুত করা তো চাই!