মাধবপুরে ১৯ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার


হবিগঞ্জের মাধবপুরে ১৯টি মাদক মামলার আসামি আলী আকবরকে (৫০) ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।এর আগেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইম জানান, গ্রেপ্তারকৃত আলী আকবর মাধবপুর উপজেলায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১৯টি মামলা রয়েছে। মঙ্গলবার ভোররাতে সে পশ্চিম মাধবপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *