মানবজাতির প্রতি কোরআনের উপদেশ


জান্নাতিরা আনন্দমুখর সময় পার করবে

ইরশাদ হয়েছে, ‘এই দিন জান্নাতিরা আনন্দে মগ্ন থাকবে। তারা ও তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৫৫-৫৬)

 

জান্নাতে সব প্রত্যাশা পূরণ হবে

ইরশাদ হয়েছে, ‘সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং তাদের প্রত্যাশিত সব কিছু। সালাম, পরম দয়ালু প্রভুর পক্ষ থেকে সম্ভাষণ।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৫৭-৫৮)

 

পরকালে পাপীদের পৃথক করে দেওয়া হবে

ইরশাদ হয়েছে, ‘আর (বলা হবে) হে অপরাধীরা! তোমরা আজ পৃথক হয়ে যাও।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৫৯)

 

কিয়ামতের দিন অঙ্গপ্রত্যঙ্গ ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দেবে

ইরশাদ হয়েছে, ‘আমি আজ তাদের মুখ মোহর করে দেব। তাদের হাত কথা বলবে আমার সঙ্গে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৬৫)

 

শারীরিক সুস্থতা আল্লাহর ইচ্ছাধীন

ইরশাদ হয়েছে, ‘আমি ইচ্ছা করলে অবশ্যই তাদের চোখগুলো লোপ করে দিতে পারতাম, তখন তারা চলতে চাইলে কিভাবে দেখত?’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৬৬)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *