মার্কিন নির্বাচনেও এবার মোদি ট্রাম্পের ভরসা। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোটপ্রচারের প্রথম ভিডিওতেই ‘পরম বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের অংশ রাখা হয়েছে। রয়েছে ভারতে ট্রাম্পের সভার কিছু মুহূর্তও। আর এই সবের মূল লক্ষ্যই হল ২০ লাখ ইন্দো-আমেরিকানের ভোট আয়ত্তে আনা।
১০৭ সেকেন্ডের ভিডিওর শুরুতেই প্রধানমন্ত্রীর হাউস্টনের সভার ভিডিও ক্লিপস রাখা হয়েছে। যেখানে মোদি ট্রাম্পের পরিচয় করাতে গিয়ে বলছেন, এনার নাম আলাদা করে বলার প্রয়োজন নেই। ওর নাম প্রতিটি কথোপকথনেই উঠে আসে। উনি আমেরিকার প্রেসিডেন্ট। প্রায় ৫০ হাজার ইন্দো-আমেরিকানের সামনে হাউস্টনে প্রধানমন্ত্রী মোদির জন্য এই সভার আয়োজন করা হয়েছিল। এবার সেই সভার ভিডিওর অংশই ট্রাম্পের প্রচারে ব্যবহার করা হল। শুধু হাউস্টনের সভারই নয়, ওই ভিডিওর অংশ হয়েছে ট্রাম্পের গুজরাটের সফরের মুহূর্তও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রাম্পকে পরিবার বলে পরিচয় করাতে দেখা গিয়েছে। আবার ট্রাম্প বলেছেন, “আমেরিকা ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে”।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে জনপ্রিয়তা রয়েছে, তা কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। আর তাই বারবার প্রচারে ভারতের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। তবে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নন, জো বাইডেনের ভোটপ্রচারেও বারবার ভারতীয়দের কথা উঠে আসছে। এর জের ধরেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস দক্ষিণ ভারতে কাটানো ছেলেবেলার কথাও তুলে ধরেছেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোদি ম্যাজিকই হতে পারে ভরসা এমনটা বলছেন বিশেষজ্ঞরা।
https://twitter.com/kimguilfoyle?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1297267137736781824%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.kalerkantho.com%2Fonline%2Fworld%2F2020%2F08%2F23%2F948215