মাস্ক পরলে শিশুদের কি ক্ষতি হতে পারে?


কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য শিশুদের কি মাস্ক পরলে ক্ষতি হতে পারে? এই প্রশ্নের উত্তর ‘না’ । মাস্ক পরলে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল পুনরায় খোলার পর কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই জাতীয় প্রশ্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যত্র ছড়িয়ে পড়ছে। যে সকল স্কুলে শিশুদের মাস্ক ছাড়া স্কুলে আসতে বলা হয়েছে, সেই সকল স্কুলে এ বিষয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে ।

ছড়িয়ে পড়া ভিত্তিহীন এসকল তথ্যে বলা হয়েছে:  শিশুদের মুখে আর্দ্র মাক্স জীবাণু বহন করতে পারে অথবা কার্বন ডাই অক্সাইডের অস্বাস্থ্যকর মাত্রা সৃষ্টি করে।

তবে চিকিৎসকেরা বলছেন মাস্ক নিয়মিত পরিষ্কার করলে তা শিশুদের জন্য নিরাপদ। এজন্য তারা কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *