মিথ্যা মামলা : ইতালিতে আ.লীগের সংবাদ সম্মেলন


ডেস্ক রিপোর্ট :: রোমে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী ইদ্রিস ফরাজীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দেশটির আওয়ামী লীগ। বাংলাদেশি অধ্যুষিত ব্যবসায়িক প্রাণকেন্দ্র ভিত্তোরিও রোম ফুড অব ইন্ডিয়া মঙ্গলবার সন্ধ্যায় ইতালি আওয়ামী লীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্য দেন ইদ্রিস ফরাজী। সংবাদ সম্মেলনে ইদ্রিস ফরাজী বলেন, ‘আইএস মালেক সম্প্রতি গ্রিসসহ বিভিন্ন জায়গায় আমাদের মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আমারা ইতালি আওয়ামী লীগ পরিবার-এর প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘গত ২৪ এপ্রিল রোমের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করে সেখানে বিএনপি, জামাত বিভিন্ন ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। পরের দিন ইতালি আওয়ামী লীগ জানতে পেরে এর প্রতিবাদ জানায়। একই সঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে অবাঞ্ছিত ঘোষণা করি।’

তিনি আরও বলেন, ‘এরই জের ধরে আমার বক্তব্যকে ভিন্নখাতে নিয়ে নাজেহাল করতে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আমি এবং ইতালি আওয়ামী লীগ এহেন হীনমন্য কর্মের-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ সময় ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, জাহাঙ্গীর ফরাজী, হাজী জসিম উদ্দীন, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, এম এ রব মিন্টু, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমানসহ নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।