মিশিগানের চারটি শহরে কমলা হ্যারিসের ঝটিকা নির্বাচনী সফর


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গত ২৫ অক্টোবর ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস নির্বাচনী এক জন সমাবেশে ভাষণ দানকালে বলেন, আপনারা দ্রুত আপনাদের ব্যালট সংগ্রহ করুন ও ভোট প্রদান করুন, ২০১৬ সালের ভূল যেন আর না হয়, সম্ভবত আপনারাই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন।

তিনি গত ২৫ অক্টোবর ডেট্রয়েটের ইন্টারন্যাশনাল ব্রাদারহুড ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স লোকাল ৫৯ অফিসের সামনের পার্কিং লটে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে কথাগুলো বলছিলেন। এটা তার মিশিগানে দ্বিতীয় নির্বাচনী সফর। মিশিগান রাজ্যের দুটি সবচেয়ে জনবহুল কাউন্টি ওকল্যান্ড ও ওয়েন কাউন্টিতে তিনি আজ নির্বাচনী প্রচার চালিয়েছেন।

উক্ত দুই কাউন্টির ডেট্রয়েট, ট্রয়, সাউথফিল্ড ও পন্টিয়াক শহরে তিনি ঝটিকা নির্বাচনী সফর ও সমাবেশ করেছেন। এসব সমাবেশে তিনি জনস্বাস্থ্য, অর্থনীতি, বর্ণবাদী ন্যায় বিচার ও আমেরিকার বিভিন্ন সংকটের কথা বলেন। ডেট্রয়েটের সমাবেশে রাজ্যের ডেমোক্রেট নেতারা উপস্থিত ছিলেন, এরমধ্যে রাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার, লেফটেনেন্ট গভর্নর গারলিন গিলক্রিষ্ট, ডেট্রয়েট মেয়র মাইক ডুগান, অ্যাটর্নি জেনারেল ডানা নাসেল ছিলেন।

তারা সবাই আর্লি ভোটিং এর উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। মিশিগানে ৩০ লাখেরও বেশী ভোটার অনুপস্থিত ব্যালটের (Absentee ballot ) জন্য অনুরোধ করেছেন এবং ইতিমধ্যেই ২০ লাখ ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। ভোট বিশেষজ্ঞদের ধারণা মিশিগানে এবার ৫০ লাখ ৯০ হাজার মানুষ ভোট দেবেন।

এদিকে আজ মঙ্গলবার মিশিগানের রাজধানী ল্যান্সিং এর এয়ারপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ভাষণ দানের কথা রয়েছে। গভর্নর হুইটমার প্রেসিডেন্টের এ সমাবেশকে করোনার প্রাক বিপর্যয় বলে অবিহিত করেছেন। তিনি বলেন প্রেসিডেন্ট নিজেকেই করোনা থেকে রক্ষা করতে পারেননি, তাছাড়া সাম্প্রতিক সময়ে তার ভাইস প্রেসিডেন্টসহ ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি গত ২৫ অক্টোবর সকালে একটি টেলিভিষন চ্যানেলকে সাক্ষাতকারে এ কথাগুলো বলেন।
উল্লেখ্য গত কয়েক সপ্তাহ যাবত মিশিগানে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *