মিশিগানের ডেট্রয়েট ও গ্রান্ড রেপিডস শহরে কারফিউ, কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ, গ্রেফতার, টিয়ার গ্যাস, গভর্ণর অফিসে ভাংচুর


ছবি: ডেট্রয়েট ফ্রি প্রেস

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান আজ রোববার ৩১ মে রাত ৮ টা থেকে আগামীকাল সোমবার ভোর ৫ টা পর্যন্ত শহরে কারফিউ জারি করেছেন। ডেট্রয়েট শহরে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে। এক সংবাদ সন্মেলনে মেয়র ডুগান ও ডেট্রয়েট পুলিশ বিভাগের প্রধান জেমস ক্রেগ বলেছেন শহরের আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে কারফিউ জারি করা হয়েছে তবে মানুষজন কাজে আসতে যেতে ও ভ্রমণ করতে পারবেন, শহরে বাস চলাচল অব্যাহত থাকবে।

ডেট্রয়েট পুলিশের সদর দফতরের বাইরে কয়েকশ মানুষ আজ সন্ধ্যায় মানববন্ধন তৈরী করেছে এবং পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নিলে তারা ‘নো জাস্টিস নো পিস’ শ্লোগান দেয়।

কারফিউ অমান্য করে রাত ৮ টার পর ডেট্রয়েট ডাউন টাউনে প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন ও শ্লোগান দিতে থাকে ।তারা বিভিন্ন ধরণের প্লেকার্ড বহন করছিল।

কারফিউ অমান্য করে ডেট্রয়েট ডাউন টাউনে যারা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করছিলেন রাত ৮ টা ৪০ মিনিটের দিকে পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস ছুড়ে এবং কয়েকজনকে গ্রেফতার করে একটি বাসে তুলে। পুলিশের  টিয়ার গ্যাস ছোড়া ও গ্রেফতার শুরু হলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। রোববার রাতে কয়জনকে গ্রেফতার করা হয়েছে জানা যায়নি তবে গত  শনিবার  ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ডেট্রয়েট পুলিশ সুত্রে জানা গেছে।

মেনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিশ শহরে পুলিশ কর্তৃক নির্যাতনে জর্জ ফ্লয়েড(৪৬) নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে আজ রোববার ৩১ মে  মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের ডাউন টাউনে প্রতিবাদ ও বিক্ষোভ করে শত শত মানুষ। ডেট্রয়েট মেয়র মাইক ডুগান শহরের এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বহিরাগতদের দায়ী করেছেন।

রাজ্যের রাজধানী ল্যান্সিং শহরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে।রোববার রাতে বিক্ষোভকারীরা গভর্ণর অফিসের কয়েকটি জানালা ভাংচুর করে, একটি গাড়ীতে আগুন দেয় ও একটি ব্যাংকে ভাংচুর চালায়। আজ ৩১ মে সারাদিন সহাস্রাধিক মানুষ রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

এদিকে রাজ্যের গ্রান্ড রেপিডস শহরের মেয়র রোসালিন ব্লিস গত দুদিনের সহিংসতায় শহরে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা এবং কারফিউ জারি করেছেন।

কারফিউ প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৫ টা মঙ্গলবার পর্যন্ত বলবত থাকবে। বিক্ষোভকারীদের  অগ্নি সংযোগের কারণে ৭টি গাড়ী ও ৩টি ভবনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ ভবনের মধ্যে গ্রান্ড রেপিডস আট মিউজিয়াম রয়েছে বলে জানা গেছে। কারফিউ ভঙ্গ করার দায়ে রোববার রাতে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে গ্রান্ড রেপিডস পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *