যুক্তরাষ্ট্রের মিশিগানে আফগানদের গল্প শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে।
তখন তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর হাজার হাজার আফগানকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। যাদের মধ্য থেকে কিছু আফগান শরণার্থী হিসেবে মিশিগানে আসে। এভাবেই মিশিগানে আফগানদের যাত্রার সূচনা হয়।
মিশিগানে কেমন আছে আফগানরা
অন্য আফগানদের মত মিনা ওয়ারদাক আফগানিস্থানে তার চাকরি, বাড়ি, জিনিসপত্র ফেলে রেখে পরিবারের সাথে কাবুল থেকে পালিয়ে অন্য দেশে চলে আসে।
প্রায় একমাস হলো ওয়ারদাক আপাতত মিশিগানের একটি হোটেলে তার ১৭ থেকে ২৮ বছর বয়সী পাঁচ ভাইবোন এবং বাবা-মায়ের সাথে বসবাস করছে। এর আগে, ওয়ারদাক কাতার ও ভার্জিনিয়ায় ছিল। খবর ডেট্রয়েট ফ্রী প্রেস-এর।
বর্তমানে মিশিগানে বিভিন্ন সংস্থা আফগান পরিবারকে নতুন বাড়িতে পুনর্বাসিত করতে কাজ করছে। তবে এক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল তাদের জন্য পর্যাপ্ত স্থায়ী আবাসন খুঁজে পাওয়া। যার ফলে ওয়ারদাকের মতো অনেক আফগানকে হোটেলে বসবাস করতে হচ্ছে।
আরো পড়ুন