করোনা ভাইরাসের এই বৈশ্বিক খারাপ পরিস্থিতিতে মিশিগান সহ অন্যান্য রাজ্যগুলোতে অনুষ্টিত হলো পবিত্র ঈদুল ফিতরের জামাত। সকাল থেকে ধর্মপ্রান মুসল্লিগণ স্বাস্থ্য সুরক্ষা বিধি (গ্লাভস ও মাস্ক) পরিধান করে এবং নিজস্ব জায়নামাজ ও টুপি নিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদে মসজিদে উপস্থিত হতে থাকেন। অন্যান্য বছরের মতো জড়ো হয়ে এবার পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সংক্রমনে সরকার ঘোষিত বিভিন্ন বিধি নিষেধ থাকার কারনে বিভিন্ন পার্কে বা মাঠে ঈদ জামাত অনুষ্টিত হয়নি।
গতকাল বিভিন্ন গণ মাধ্যমে জানা যায়,এবারে ঈদে গণ জমায়েত হয়ে ঈদের জামাত আদায় করা যাবে না।এ বিষয়ে অনেক ইসলামিক স্কলাররা বলেছিলেন ,ঘরে বসে ঈদের নামাজ আদায় করতে।কিন্তু ধর্মীয় আচার অনুষ্টানের কারণে কিছুটা শিথিলতা লক্ষ করা যায়। মিশিগানের ডেট্রয়েট,হ্যামট্রামেক ও ওয়ারেন সিটির বাঙ্গালী মুসলিমদের পরিচালিত মসজিদগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে ঈদ জামাত অনুষ্টিত হয়েছে। ডেট্রয়েট সিটির বায়তুল মোকারম মসজিদে তিনটি ঈদ জামাত অনুষ্টিত হয়।

এছাড়া আলনুর মসজিদ ,আল ইসলাহ মসজিদ ,বায়তুল মামুর মসজিদ ও ইসলামিক সেন্টার অব হ্যামট্রামিক এ ঈদের জামাত অনুষ্টিত হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঘরে থেকে ঈদের জামাত আদায়ের ছবি পোস্ট করেছেন।
সরেজমিনে ঘুরে ঘুরে দেখা যায়,রোদ্রজ্জল সকালবেলায় মুসল্লিরা মসজিদের বাহিরে দাড়িয়ে দাড়িয়ে অপেক্ষা করছেন একটি জামাত শেষ হলে আরেকটি ঈদের জামাতে শরিক হয়ে নামাজ আদায় করতে। স্থান সংকুলান না হওয়ায় অধিকাংশ মসজিদেই একের অধিক ঈদ জামাত অনুষ্টিত হয়েছে। এ ছাড়া মসজিদে জামাতে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো দেখা যায়নি।