মিশিগানে করোনাভাইরাস ঠেকাতে অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলারের বিল পাস


করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে গভর্নর গ্রেচেন হুইটমার  ১৫০ মিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল প্রদানের ঘোষণা দিয়েছেন। আজ দুটি বিলে স্বাক্ষর এর মাধ্যমে গভর্নর নির্বাহী আদেশ প্রদান করেন।

সোমবার সকালে করোনাভাইরাস এর বিরুদ্ধে লড়াই করার জন্য গভর্নর তহবিল বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন।

গভর্নর বলেন, আজ দুটি অতিরিক্ত বাজেট বিল স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রের তহবিল শক্তিশালী হল। এই অর্থ প্রদানের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলা আরো সহজ হবে।

এযাবৎ মিশিগান স্টেট করোনাভাইরাস ঠেকাতে যে অর্থ ব্যয় করেছে তার থেকে এই অর্থ দ্বিগুণ, তিনি যোগ করেন। 

এই অর্থ ব্যয়ে ২০ মিলিয়নেরও বেশি মাস্ক, ২ হাজারেরও বেশি ভেন্টিলেটর, প্রায় ৯ মিলিয়ন আউন্স হ্যান্ড স্যানিটাইজার, ২৫৫,০০০ এরও বেশি গ্লাভস, ২.৪ মিলিয়ন গাউন, ২ হাজারেরও বেশি শয্যা, ২১০,০০০ পরীক্ষার সরবরাহ, ৩,০০০ থার্মোমিটার, ১৮৫,০০০ ফেস শিল্ড,২২,০০০ কার্টন জীবাণুনাশক ওয়াইপ, পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *