মিশিগানে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৩ জন এবং সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ জন। মিশিগানে এ পর্যন্ত করেনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৪৮ জন।
মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে। ১১ সপ্তাহের মধ্যে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল বেশী তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা কমেছে।
এদিকে মিশিগানের গভর্ণর গ্রিচেন হুইটমার প্রেসিডেন্ট ট্রাম্পকে সারো আমেরিকায় মাস্ক পরা বাধ্যতামূলক করার আহবান জানিয়েছেন। ২২ জুলাই নিউইয়র্কের একটি পত্রিকাকে হুইটমার বলেছেন, ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধের জন্য ট্রাম্প প্রশাসনের উচিৎ এ মূহূর্তে সারাদেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা। তিনি আরো বলেন, সবাই যদি মাস্ক ব্যবহার করি তবে আমরা আরো জীবন বাঁচাতে পারবো এবং আসছে সেপ্টেম্বরে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারবো।
তিনি বলেন, মাস্ক না পরলে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এতে রাজ্যের অটো ইন্ড্রাষ্টিসহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বাধ্য হতে পারে ফলে রাজ্যের হাজার হাজার মানুষ আবার বেকার হবে। তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটির মডেলিং এর উল্লেখ করে বলেন, আমেরিকার জনসাধারণের ৯৫ শতাংশ যদি মাস্ক ব্যবহার করেন তবে ৪০ হাজার মানুষের জীবন বাঁচানো যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে হুইটমার বলেছেন, ‘মাস্ক রাজনৈতিক বিবৃতি হওয়া উচিত নয়।’