মিশিগান অঙ্গরাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় এখানে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। মিশিগানে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬২৭ জন। মিশিগান রাজ্যের স্বাস্থ্য ও সমাজ সেবা বিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
মিশিগানের গভর্ণর গ্রিচেন হুইটমার ৭ জুলাই বলেছেন, যদি রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকে তবে তিনি ভাইরাস বিস্তার রোধে নতুন বিধি নিষেধ আরোপ করবেন। তিনি আরো বলেন, সংক্রমণের এ ধারা যদি অব্যাহত থাকে তবে তিনি রাজ্যে আবার শাট ডাউন ঘোষণা করবেন, চুল কাটার সেলুন সম্প্রতি খোলা হয়েছিল তা আবারো বন্ধ হতে পারে, সিনেমা হল, থিয়েটার ও জিমগুলো শীঘ্রই খোলা হচ্ছে না। মিশিগানের গভর্ণর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভর্ণর গ্রিচেন হুইটমার করোনা সংক্রান্ত ডেটা পর্যবেক্ষণ করছেন এবং যদি করোনা দ্বিতীয় বারের মত আঘাত হানে ( 2nd wave) তবে সে অনুযায়ী ‘মিশিগান সেফ স্টার্ট প্ল্যান’ পিছিয়ে যেতে পারে।
করোনাভাইরাস সংক্রমণে দুটি অস্বাভাবিক লক্ষণ হচ্ছে মুখের স্বাদ ও ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া। যাদের এ দুটি লক্ষণ দেখা দিয়েছিল তা কতদিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, এ ধরণের আক্রান্ত ১১৩ জন রোগীর উপর সমীক্ষা করে দেখা গেছে, ৪৯ শতাংশ রোগী একমাস পর তাদের সংবেদনশীলতা ফিরে পেয়েছেন, ৪১ শতাংশ রোগীর সার্বিক উন্নতি হয়েছে এবং ১১ শতাংশ রোগী জানিয়েছেন লক্ষণগুলির কোন উন্নতি হয়নি বরং আরো খারাপ হয়েছে।
ডেল্টা এয়ার লাইন্স করোনাভাইরাস সংক্রমণরোধে তাদের যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, তারমধ্যে রয়েছে, বিমানের মাঝের আসন খালি রাখছে, স্প্রে করে পুরো বিমানকে জীবানুমুক্ত করছে, যাত্রীদের মাস্ক পরতে হয়, বোর্ডিং বিমানের পিছন দিক থেকে করতে হয়। ডেল্টা তাদের বিমানের ধারণ ক্ষমতার ৬০ শতাংশ ব্যবহার করে।
এদিকে মিশিগানে গত কয়েকদিন যাবৎ মারাত্মক গরম পড়েছে এবং এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া বিভাগ সুত্রে জানা গেছে।
৭ জুলাই মিশিগানের ডেট্রয়েটে সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৯৪ ডিগ্রী ফারনেহাইট আগামী দুদিন ৯৫ ডিগ্রী ফারনেহাইট থাকবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।