মিশিগানে করোনা নয়, বার্ধক্য রোগে মারা গেলেন বাংলাদেশী শামসুল হুদা


মিশিগানে শামসুল হুদা চৌধুরী ( ৯২) ওরফে খালিছ মিয়া নামে এক বাংলাদেশী মারা গেছেন। ( ইন্না-লিল্লাহ —-রাজিউন)। আজ সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৩ ছেলে, ৬ মেয়ে সহ দেশ-বিদেশে অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি হেমট্রামিক সিটিতে বাস করতেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পূর্বপাড়ায়।শামসুল হুদা ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

এদিকে তার মৃত্যু সংবাদ নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে চাউর হয়েছে তিনি করোনা সংক্রমণে মারা গেছেন। কিন্তু তার পরিবার দাবি করেছে, করোনা সংক্রমণে নয়, তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

জানা গেছে, শামসুল হুদা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি সোমবার না ফেরার দেশে চলে যান।

এ সম্পর্কে জানতে চাইলে মরহুম শামসুল হুদা চৌধুরীর বড় ছেলে ও মিশিগানস্থ গোলাপগঞ্জ সমিতির সহসভাপতি শেরুজ্জামান কোরেশি জাহান বাংলা সংবাদকে জানান, তার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নয়, বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তার বাবার মাগফিরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন।

গোলাপগঞ্জ সমিতির সভাপতি বকুল তালুকদার জানান, প্রবীণ ব্যক্তি শামসুল হুদা চৌধুরীর মৃত্যুতে মিশিগানস্থ গোলাপগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *