মিশিগানে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে


ছবি: আনন্দবাজার ডটকম

মিশিগানে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় মিশিগানে করোনায় সংক্রমিত হয়ে ২৮ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। আগের দিন অর্থাৎ ১০ জুলাই সংক্রমিত হয়ে মারা গেছেন ১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬১২ জন। 

মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৯৪৮ জন। গত তিন সপ্তাহ ধরে মিশিগানে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। মিশিগান স্টেট  ডেটা থেকে দেখা যায় চলতি সপ্তাহে রাজ্যে গড়ে প্রতিদিন করোনায় সংক্রমিত হচ্ছেন ৪৫১ জন অথচ এর আগের সপ্তাহে গড়ে প্রতিদিন আক্রান্ত হয়েছিলেন ৩৪৯ জন। 

মিশিগানে চলতি সপ্তাহে  ৩ হাজার ৪১৫ জন আক্রান্ত হয়েছেন যা গত সাত সপ্তাহের মধ্যে সর্ব্বোচ্চ। রাজ্যে এখন করোনা সংক্রমণে মৃত্যুর হার ৮ দশমিক ৮শতাংশ যা গত সপ্তাহে ছিল ৯ দশমিক ৮ শতাংশ। মিশিগানে করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ৫৩ হাজার ৮৬৭ জন সুস্থ হয়েছেন বলে রাজ্য স্বাস্থ বিভাগ সুত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *