মিশিগানের বিভিন্ন কাউন্টিতে কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপকহারে করোনাভাইরাস সংক্রমণ হচ্ছে বলে জানা গেছে। রাজ্যের ওকল্যান্ড, লিভিংস্টন ও জেনেসি কাউন্টির স্বাস্থ্য বিভাগগুলো জানিয়েছে, গত দুই সপ্তাহ যাবৎ কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপকহারে করোনার সংক্রমণ বেড়েছে। জানা গেছে, বড় বড় পার্টি থেকে এর সংক্রমণ হয়েছে।
গত দুই সপ্তাহে আগের তুলনায় কিশোর কিশোরীদের মধ্যে করোনা সংক্রমণ পাঁচগুণ বেড়েছে বলে উক্ত তিনটি কাউন্টি সুত্রে জানা গেছে। মিশিগানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৪ জন এবং সংক্রমিত হয়ে মারা যান ৭ জন। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা যান ৬ হাজার ২১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫০ জন।রাজ্যে এ পর্যন্ত ৬০ হাজার ২২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মিশিগান স্টেট সুত্রে এ তথ্য জানা গেছে।
মিশিগানের গভর্ণর গ্রিচেন হুইটমার ৪ আগষ্ট এক নির্বাহী নির্দেশ জারি করেছেন, যাতে করোনাভাইরাস সংক্রান্ত যেসব আইন ও নিয়মনীতি রাজ্যে জারি রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করার জন্য রাজ্যের পুলিশ ও বিভিন্ন বিভাগকে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করোনা সংক্রান্ত যেসব আইন প্রণয়ন করা হয়েছে তা যদি কেউ লঙ্ঘন করেন তবে রাজ্য পুলিশ বিভাগ যেন যথাযথ আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করেন।তিনি বলেন, করোনা সংক্রান্ত নীতিমালা ও বিধিগুলি যদি না মানা হয় তবে তবে করোনার সংক্রমণ আবারো বৃদ্ধি পাবে ফলে ব্যক্তি, ব্যবসা, অর্থনীতি সবকিছুই ক্ষতিগ্রস্থ হবে।