মিশিগানে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ


যুক্তরাষ্ট্রের মিশিগানে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ জন্যে সিডিসি ডেট্রয়েট মেট্রো এলাকায় মাস্ক ব্যবহারের সুপারিশ করেছে।

৬টি কাউন্টিতে সংক্রমন বেড়েছে বলে জানা গেছে। কাউন্টিগুলি হচ্ছে, ওয়েন, ম্যাকম্ব, ওকল্যান্ড, সেন্ট ক্লেয়ার, লিভিংস্টন ও ওয়াষ্টনো কাউন্টি। ব্যাপক হারে করোনা সংক্রমণের জন্য বিশেষ করে যেখানে লোক সমাগম বেশী ও পাবলিক পরিবহনে সিডিসি সুপারিশ করেছে মাস্ক ব্যবহার করার।

মিশিগান স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ১১মে পর্যন্ত এক সপ্তাহে মিশিগানে ২৭ হাজার ৭০৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ৭৬ জন সংক্রমিত হয়ে মারা গেছেন। গত ৫ সপ্তাহের এক সারণি থেকে দেখা গেছে মিশিগানে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

গত ১৩ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ৭ হাজার ৭২৫ জন, ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ১০ হাজার ৪৭৪ জন, ২৭ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ১৪ হাজার ৪৮২ জন, ৪মে পর্যন্ত এক সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ১৮ হাজার ৯৪৫ জন, ১১মে পর্যন্ত এক সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ২৭ হাজার ৭০৫ জন।

ফোর্ড মোটর কোম্পানি তাদের ডেট্রয়েট মেট্রো এলাকার কারখানাগুলোতে অস্থায়ীভাবে মাস্ক ব্যবহার করার আদেশ দিয়েছে। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৬ হাজার ১৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৭২ হাজার ৫৯৬ জন।

এদিকে মিশিগানের বাঙ্গালি অধ্যুষিত এলাকা ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক ও ওয়ারেনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *