যুক্তরাষ্ট্রের মিশিগানে কোভিড-১৯ মহামারীর জন্য খাদ্য নিরাপত্তাহীনতার সাথে যুক্ত স্বাস্থ্য সেবার খরচ বছরে ১.৮ বিলিয়ন ডলার। এক রিপোর্টে এ তথ্য জানানো হয়।
ইতিমধ্যে মিশিগানে বসবাসকারীরা মহামারীর কারণে সৃষ্ট দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা এবং চিকিৎসা খরচ মিটাতে অর্থনৈতিক চাপের ভিতর দিয়ে গেছে এবং এই সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি।
খবর ডেট্রয়েট ফ্রী প্রেস-এর।
রাজ্যে খাদ্য নিরাপত্তাহীনতার কারণ খতিয়ে দেখতে ২০২০ সালে গভর্নমেন্ট গ্রেচেন হুইটমার তৈরি করা খাদ্য নিরাপত্তা কাউন্সিল বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। যাতে দেখা যায় মহামারী মোকাবেলায় বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হলেও এখনো খাদ্য নিরাপত্তাহীনতা মিশিগান একটি চলমান সমস্যা হিসেবে রয়ে গিয়েছে।