যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ আবার বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
২৯ সেপ্টেম্বর গভর্নর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছেন। এই জরুরি অবস্থার মেয়াদ আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। মার্চ মাস থেকে রাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। গত ৩ সেপ্টেম্বর গভর্নর এক ঘোষণায় রাজ্যে ১ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছিলেন, ২৯ সেপ্টেম্বর আবার তা ২৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল।
গভর্নর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করে আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি, আমাদের অর্থনীতি ও জনগণের স্বাস্থ্য ঝুকির জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে, এই জরুরি অবস্থা শেষ হবে, এটা কয়েক মাসের বিষয়।
গভর্নর গত ২৫ সেপ্টেম্বর ঘোষণা করেছেন আগামী ৯ অক্টোবর থেকে রাজ্যে সিনেমা হল, থিয়েটার, পারফরম্যান্স ভ্যেনু, আইস রিন্কস, বিঙ্গো হল (হাউজি, বাম্পার), বোলিং সেন্টার, ইনডোর আরোহণের সুবিধা, ট্রামপোলিন পার্ক পুনরায় খুলে দেয়া হতে পারে।
উল্লেখ্য করোনার কারণে গত মার্চ মাস থেকে রাজ্যের এসব প্রতিষ্টান বন্ধ রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে সীমিত বিধি নিষেধের মধ্যে মোটর কারখানা, ব্যবসা বাণিজ্য, জিম, রেষ্টুরেন্ট খুলে দেয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় মিশিগানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪ জন এবং সংক্রমিত হয়ে মারা যান ১১ জন। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা যান ৬ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৮৭ জন।
করোনায় আক্রান্ত ৯৫ হাজার ৫১ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন। মিশিগান স্টেট সুত্রে এ তথ্য জানা গেছে।