মিশিগানে টিউশন-মুক্ত শিক্ষা কর্মসূচির ঘোষণা দিলেন হুইটমার


মিশিগানে এসেনশিয়াল ওয়ার্কার যারা করোনাভাইরাস মহামারী চলাকালীন সময় সামনের সারিতে অবস্থান করে সহায়তায় নিয়োজিত ছিলেন তারা বিনা খরচে অর্থাৎ টিউশন ফি মুক্ত শিক্ষা সুবিধা পেতে যাচ্ছেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বুধবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। সূত্র: সিএনএন।

“ফিউচার ফর ফ্রন্টলাইনর্স” শীর্ষক এই প্রোগ্রামটি কলেজ ডিগ্রি ছাড়াই উক্ত কর্মীদের জন্য উপলব্ধ হবে। প্রোগ্রামটি কেবল হাসপাতাল বা নার্সিংহোমে কর্মরতদের জন্যই নয়, মুদি দোকান কর্মচারী, চাইল্ড কেয়ার কর্মী, স্যানিটেশন কর্মী এবং যারা ডেলিভারি কাজে নিয়োজিত তাদেরকেও দেওয়া হবে। 

হুইটমার এক বিবৃতিতে বলেছে, “ফিউচারস ফর ফ্রন্টলাইনার্স প্রোগ্রাম হ’ল আমাদের “ধন্যবাদ” জানাতে যারা এই সঙ্কটে সবার আগে থেকে তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করেছেন”। 

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় যারা ঝুঁকি নিয়ে সামনের সারিতে কাজ করেছেন তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিরে আসা সৈন্যদের দেওয়া “জিআই” বিলের সাথে তুলনা করেছেন গভর্নর।

প্রোগ্রামটি “কলেজের একটি টিউশন-মুক্ত পথ” নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে একটি প্রযুক্তিগত শংসাপত্র, অ্যাসোসিয়েট ডিগ্রি বা সম্ভাব্য স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ নিশ্চিত করবে।

গভর্নর বলেন যে তিনি দ্বিপক্ষীয় আইনসভা জোটের সাথে তার প্রস্তাব কার্যকর করার বিষয়ে কাজ করতে আগ্রহী যা গত মাসে প্রাপ্তবয়স্কদের জন্য আরেকটি শিক্ষামূলক কর্মসূচী “রিকনেক্টকে” পাস করতে সহায়তা করেছিল।

গভর্নর আশা করছেন যে নতুন কর্মসূচিটি ২০৩০ সালের মধ্যে প্রযুক্তিগত প্রশংসাপত্র বা কলেজ ডিগ্রি সহ কর্মরত বয়স্কদের সংখ্যা ৪৫% থেকে বাড়িয়ে ৬০% করার লক্ষ্য অর্জনে রাজ্যকে সহায়তা করবে, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *