আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের দক্ষিণ-পূর্ব অঞ্চলে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীরা নতুন করে তাদের জীবন শুরু করছে।
মিশিগানের অন্য আফগান শরণার্থীদেয়ার মত কয়েক মাস আগের আফগানিস্তানের ভয়াবহ অভিজ্ঞতাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান সায়না গোলামী ।
আফগানিস্তানে এক সময়ের এই ২১ বছর-বয়সী নারী অধিকার কর্মী আফগান শরণার্থীদের প্রয়োজনীয় সহায়তা পেতে সহযোগিতা করার পাশাপাশি জীবনমান উন্নয়নেও কাজ করেন।
সায়না একটি হোস্ট বাড়িতে থাকছেন এবং স্থানীয় স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। সায়নার স্বপ্ন পূরণে মিশিগানের সরকার, সংস্থা এবং জনগণ সবাই সাহায্য করছে।
সায়নার মত অনেক আফগান শরণার্থী পরিবারও ওকল্যান্ড, ওয়েন এবং ম্যাকম্ব কাউন্টিতে নতুন করে জীবন শুরু করছে।
বর্তমানে সায়না ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন এবং সম্পূর্ণ পূর্ণ উদ্যমে নতুন বছর শুরু করার জন্য অপেক্ষায় রয়েছেন।
আরো পড়ুন:
আফগান শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত আমেরিকানরা
আফগান শরণার্থীদের আমেরিকায় পুনর্বাসন প্রক্রিয়ার সর্বশেষ
যে প্রক্রিয়ায় আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হচ্ছে