মিশিগানে প্রাইমারী নির্বাচনে দুই বাংলাদেশীর প্রার্থীতা ঘোষণা


মিশিগানে ডেমোক্রেট পার্টির প্রাইমারী নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত দুইজন প্রার্থী নির্বাচনে অংগ্রহন করছেন আগামী আগষ্ট মাসের তারিখ এই নির্বাচন অনুষ্টিত হবে মিশিগানের ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেসেনটেটিভ হয়ে নির্বাচন করবেন সাহাব আহমেদ সুমীন এবং ওয়েইন কাউন্টি ডিস্ট্রিক্ট থেকে কমিশনার হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন, হ্যামট্রামেক সিটির বর্তমান কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান

প্রার্থীতা ঘোষণা উপলক্ষ্যে গত ২৭ শে জুন শনিবার অপরাহ্ন ঘটিকার সময় দুইপ্রার্থীর সমন্নয়ে গেইটস অব কলম্বাসে বাংলাদেশীদের নিয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির অতি পরিচিত মুখমোহাম্মদ আজিজ সুমন দোয়া পরিচালনা করেন, আল ফালাহ মসজিদের ইমামমাওলানা আব্দুল লতিফ


সুধি
সমাবেশে বক্তব্য রাখেন, নাইম চৌধুরী, সায়মা খলিল, সৈয়দ ইকবাল চৌধুরী, আকিকুল হক শামিম, আব্দুস শাকুর খান মাখন, খলকুর রহমান, কামাল রহমান, নাজমুল হাসান শাহীন, খাজা সাহাব আহমদ, মাসুদ খান, আবু আহমদ মুছা, এনাম মিয়া, শাহিন আহমদ, মুহিত মাহমুদ, শাহিদুর চৌধুরী জাবেদ, মনজুরুল করিম তুহিন, বকুল তালুকদার সহ আরো অনেকে

বক্তারা বলেন, আগামী আগষ্ট মাসের তারিখ আমাদের নতুন প্রজন্মকে আমেরিকার মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হলে এখনই সময় আমাদের সবাইকে একযোগে কাজ করারসম্মলিত প্রচেষ্টার মাধ্যমে বিজয় আনা সম্ভব যদি কারো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সমস্যা হয় তাহলে আগাম ভোটার ব্যালট এপ্লিক্যাশন ফরম বিতরণ করে যথাযথ নিয়মে পুরন করে সংশ্লিষ্ট অফিসে জমা দেয়ার জন্য ভোটারদেরকে সর্বাত্তক সহযোগীতা করা হবে বলে সুধি সমাবেশে জানানো হয়

সুধী সমাবেশে বাংলাদেশী কমিউনিটির ব্যক্তিবর্গ ছাড়াও সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন

উল্ল্যেখ্য, মিশিগানের ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেসেনটেটিভ প্রার্থী সাহাব আহমেদ সুমীন ছিলেন আমেরিকার পাবলিক অফিসে প্রথম বাংলাদেশী সিটি কাউন্সিলম্যান ১৯৯৮ সালে সিটি কাউন্সিলম্যান থাকা অবস্থায় হ্যামট্রামেক সিটি মেয়র গ্যারি জিক এর সাথে  ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেনতিনি নির্বাচিত হয়ে হ্যামট্রামেক চার্টার রিভিশন কমিশন হিসেবে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেনএমনকি মিশিগানের মুসলিম অধ্যুষিত শহর হ্যামট্রামেক সিটিতে মুসলমানদের পবিত্র মসজিদে আযান প্রকাশের ন্য অগ্রনী ভুমিকা পালন করেন তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টানের পরিকল্পনা কমিটি, হ্যামট্রামেক চেম্বার অব কমার্স বোর্ড এর পরিচালক হিসেবে  জড়িত হয়ে বাংলাদেশীসহ  ভিন্ন কমিউনিটির মানুষদেরকে সেবা করে যাচ্ছেন

অপরদিকে ওয়েইন কাউন্টি ডিস্ট্রিক্ট থেকে কমিশনার হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন,হ্যামট্রামেক সিটির বর্তমান কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসানতিনি হ্যামট্রামেক সিটি থেকে তিনবারের নির্বাচিত কাউন্সিলম্যানতিনি বাংলাদেশী আমেরিকান পলিটিক্যাল একশন (ব্যাপাক) এর পরিচালক​। বিগত সময়েও সিটি কাউন্সিলম্যান হিসেবে জনগণকে সেবা দিয়ে গেছেন এবং সম্প্রতি ঘটে যাওয়া করোনা মহামারীতে বাংলাদেশী সহ ভিন্ন কমিউনিটির মানুষকে সাহায্য সহযোগীতা  করে যাচ্ছেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *