জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিশিগান ষ্টেট যুবলীগের বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হচ্ছে ১৬ ই আগষ্ট ২০২০ রবিবার ।
ডেট্রয়েট সিটির ১২১০০, বাংলাদেশ এভিনিউ (কনান্ট এভিনিউ) এ বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে এ কর্মসূচি।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ।
কর্মসূচির শুভ উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একে এম তরিকুল হায়দার চৌধুরী এবং যুগ্ম আহ্ববায়ক বাহার খন্দকার সবুজ ।
সভাপতিত্ব করবেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন, সঞ্চালনা করবেন মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ ।
স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ১৪ ডিস্ট্রিক্টের কনগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স, ৯ ডিস্ট্রিক্টের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিক্টের মিশিগান হাউস অব রিপ্রেসেনটেটিব লরি স্টোন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুস শাকুর মাখন, সভাপতি, মিশিগান মহানগর আওয়ামীলীগ । মোহাম্মদ মুতালিব, সাধারণ সম্পাদক মিশিগান মহানগর আওয়ামীলীগ । শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় উপ-কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক মিশিগান স্টেট যুবলীগ ।
এছাড়া বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আব্দুল হাছিব মামুন, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দুলাল মিয়া এনাম, প্রচার সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন বাংলা সংবাদ কে বলেন ” আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল আমেরিকার মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী একটি প্রতিকৃতি স্থাপন করা । আগামিকাল রবিবার আমেরিকার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি স্থাপন করতে যাচ্ছি । যার উচ্চতা ৭ ফুট ও প্রস্থ হবে ৪ ফুট । আমরা ডেট্রয়েট সিটি থেকে প্রয়োজনীয় সকল অনুমতি নিয়ে এ প্রতিকৃতিটি স্থাপন করছি । এটি স্থায়ীভাবে ১২১০০ বাংলাদেশ এভিনিউ কনাটে থাকবে। আমাদের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে দেখে আমরা খুব ই আনন্দিত । আশাকরি এটি একটি নতুন ইতিহাস উম্মোচন করবে । “
মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ বাংলা সংবাদ কে বলেন “বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে মিশিগান স্টেট যুবলীগ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । আমরা এর আগে মুক্তিযোদ্ধা সম্মাননা, বিজয় দিবসের ম্যাগাজিন প্রকাশ সহ নানান কর্মকান্ডের মাধ্যমে চেষ্টা করেছি একাত্তরের চেতনাকে বিদেশের মাটিতে তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে। এ সকল কর্মকান্ডের ধারাবাহিকতায় আমাদের দীর্ঘ দিনের শ্রমের ফসল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী এ প্রতিকৃতি । আশা করছি এ প্রতিকৃতির মাধ্যমে বাংলাদেশী ছাড়া ও আমেরিকায় বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন তুলে ধরতে পারবো। “