মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন হচ্ছে আগামীকাল রবিবার


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিশিগান ষ্টেট যুবলীগের বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হচ্ছে ১৬ ই আগষ্ট ২০২০ রবিবার ।

ডেট্রয়েট সিটির ১২১০০, বাংলাদেশ এভিনিউ (কনান্ট এভিনিউ) এ বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে এ কর্মসূচি।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ।
কর্মসূচির শুভ উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একে এম তরিকুল হায়দার চৌধুরী এবং যুগ্ম আহ্ববায়ক বাহার খন্দকার সবুজ ।
সভাপতিত্ব করবেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন, সঞ্চালনা করবেন মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ ।
স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ১৪ ডিস্ট্রিক্টের কনগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স, ৯ ডিস্ট্রিক্টের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিক্টের মিশিগান হাউস অব রিপ্রেসেনটেটিব লরি স্টোন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুস শাকুর মাখন, সভাপতি, মিশিগান মহানগর আওয়ামীলীগ । মোহাম্মদ মুতালিব, সাধারণ সম্পাদক মিশিগান মহানগর আওয়ামীলীগ । শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় উপ-কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক মিশিগান স্টেট যুবলীগ ।
এছাড়া বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আব্দুল হাছিব মামুন, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দুলাল মিয়া এনাম, প্রচার সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।


মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন বাংলা সংবাদ কে বলেন ” আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল আমেরিকার মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী একটি প্রতিকৃতি স্থাপন করা । আগামিকাল রবিবার আমেরিকার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি স্থাপন করতে যাচ্ছি । যার উচ্চতা ৭ ফুট ও প্রস্থ হবে ৪ ফুট । আমরা ডেট্রয়েট সিটি থেকে প্রয়োজনীয় সকল অনুমতি নিয়ে এ প্রতিকৃতিটি স্থাপন করছি । এটি স্থায়ীভাবে ১২১০০ বাংলাদেশ এভিনিউ কনাটে থাকবে। আমাদের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে দেখে আমরা খুব ই আনন্দিত । আশাকরি এটি একটি নতুন ইতিহাস উম্মোচন করবে । “
মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ বাংলা সংবাদ কে বলেন “বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে মিশিগান স্টেট যুবলীগ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । আমরা এর আগে মুক্তিযোদ্ধা সম্মাননা, বিজয় দিবসের ম্যাগাজিন প্রকাশ সহ নানান কর্মকান্ডের মাধ্যমে চেষ্টা করেছি একাত্তরের চেতনাকে বিদেশের মাটিতে তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে। এ সকল কর্মকান্ডের ধারাবাহিকতায় আমাদের দীর্ঘ দিনের শ্রমের ফসল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী এ প্রতিকৃতি । আশা করছি এ প্রতিকৃতির মাধ্যমে বাংলাদেশী ছাড়া ও আমেরিকায় বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন তুলে ধরতে পারবো। “


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *