করোনায় বিপর্যস্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিধর দেশটি করোনার কাছে যেন অসহায় আত্মসমর্পণ করেছে। ইতালি, স্পেন, ফ্রান্সকে ছাড়িয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র । করোনার এ থাবা থেকে মিশিগান ও বাদ যায়নি। সর্বশেষ তথ্যমতে মিশিগানে করোনায় আক্রান্ত হয়েছেন ২২,৭৮৩ জন এবং মারা গেছেন ১২৮১ জন ।
বাংলাদেশী কমিউনিটির অনেকেই ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, সেই সাথে মারা ও গেছেন । হারিয়েছেন জব । আবার অনেকেই পড়ছেন খাবার সহ নানান সমস্যায় । কমিউনিটির এ দুঃসময়ে এগিয়ে এলো বাংলাদেশী আমেরিকান পাবলিক এফিয়ার্স কমিটি (ব্যাপাক) । সংগঠনটির মুখপাত্র ও বাংলাদেশী বংশোদ্ভূত হ্যামট্রামিক সিটির কাউন্সিল মেম্বার কামরুল হাসান জানান ” ব্যাপাক থেকে প্রায় দশ হাজার ডলার উপহার মুদ্রা উত্তোলন করা হয়েছে । যা ডেট্রয়েট ও হ্যামট্রামিক সিটিতে বসবাসরত করোনায় ক্ষতিগ্রস্ত ২০-৩০ টি পরিবারকে দেওয়া হবে । প্রথম পর্ব হিসেবে আজ ১০ ই এপ্রিল রোজ শুক্রবার ১৬ টি পরিবারে ৫০০, ৪০০ ও ৩০০ ডলার করে দেওয়া হয়েছে । আগামী শুক্রবার আরো ১৫-২০ টি পরিবারে এ সাহায্য দেওয়া হবে ।”
ব্যাপাকের এ আয়োজনে সহযোগিতায় ছিলেন ব্যাপাকের ভাইস প্রেসিডেন্ট ও বি.এন.পি নেতা সেলিম আহমেদ ও ব্যাপাকের ভাইস প্রেসিডেন্ট ও রিয়েল ইস্টেট ব্যবসায়ী সৈয়দ সায়েদুল হক ।
উল্লেখ্য, এ তিনজন ছাড়া অর্থ দিয়ে সাহায্য করেছেন ব্যাপাকের চেয়ারম্যান এহসান তাকবীম, প্রেসিডেন্ট ডাঃ শাফিউল হাসান এম.ডি, ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজ খ্ন্দকার পি.এইচ.ডি সহ ব্যাপাকের অন্যান্য বোর্ড মেম্বাররা । আগামীতে ও কমিউনিটির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠন সংশ্লিষ্টরা ।