মিশিগানে বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিবর্গের উদ্যোগে চাল, আটা, ডাল, তৈল, আলো, পেঁয়াজ, ডিম সহ আরো অনেক গুলি খাদ্য সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে । উদ্যোক্তাদের একজন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডঃ নাজমুল হাসান শাহীন বলেন “শুধুমাত্র মিশিগানে যে কোন সিটিতে বসবাসরত স্বল্প আয়ের বাংলাদেশী কমিউনিটির জন্য আমাদের এ আয়োজন । আমরা চেষ্টা করছি রমজানের আগে খাবার গুলি যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দিতে। যাতে করে রমজানে খাবারের জন্য কষ্ট না হয় । আমরা নিজেরাই খাবার গুলি পৌছে দিচ্ছি প্রবাসী বাংলাদেশীদের ঘরে।”
তিনি আরো জানান “এটি একটি সম্বন্বিত উদ্যোগ। এটি কোন একক উদ্যোগ নয়। আমরা কঽজন মিলে এই উদ্যোগ নিয়েছি। সবার সহযোগীতায় আশাকরি কিছু পরিবারকে আমরা খাবারের ব্যবস্হা করে দিতে পারব। ইনশাহ আল্লাহ।”
উদ্যাক্তাদের মাঝে মিশিগান বাংলাদেশী আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দের মাঝে আরো আছেন – মনির জামান, ড. জাকিরুল হক টুকু, সাদেক রহমান সুমন, আরিফ মাহমুদ, আহমেদ খান জামি, রিপা হক, মুহিত মাহমুদ, জুবারুল চৌধুরী খোকন, সোলায়মান বাহার, রুহুল হুদা, নজরুল ইসলাম শামীম, জিয়া হক, জাবেদ চৌধুরী, কামাল আহাম্মেদ, কাউসার দেওয়ান, গিয়াস তালুকদার, রেজাউল চৌধুরী, মো: জামান, মো: সোলায়মান, বকুল তালুকদার, মন্জুরুল করিম তুহিন, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, জিয়া উদ্দিন জয়, আবুল আজাদ প্রমুখ।
এছাড়া মিশিগান বাংলাদেশী আমেরিকান কমিউনিটির নেতা ড. নাজমুল হাসান এবং মিশিগান চাইনিজ কমিউনিটির নেত্রী ডঃ শানশান চু গত ৬ এপ্রিল মিশিগানে দুইটি ক্লিনিকে ফেইস মাস্ক বিতরণ করেন ।
উক্ত দুটি ক্লিনিকে আলাদা করে প্রায় সহস্রাধিক মাক্স বিতরণ করা হয়। মিশিগান শহরের চিলড্রেন ক্লিনিক অব মিশিগানের পক্ষে ফেস মাক্স গ্রহণ করেন ডঃ মোহাম্মদ হোসেন ও ফারহানা ইলোরা।
হ্যামট্রামিক ও ওয়ারেন সিটির প্রায় তিন শতাধিক বাঙালি কমিউনিটি পরিবারের মাঝে মেডিকেল সামগ্রী বিতরণ করবেন বলে ডঃ হোসেন জানান।
অপরদিকে ডেট্রয়েটের গ্রীনফিল্ড ফ্যামিলি প্র্যাক্টিসের পক্ষে মাস্কগুলো গ্রহন করেন ড. নাজমুল হক। ডেট্রয়েট মেয়র মাইক ডুগানের সহযোগিতায় বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টস যেমন সার্জিক্যাল মাস্ক, গ্লাভস ইত্যাদি সংগ্রহ করা হয়েছে যা আগামী সপ্তাহে বাঙালি কমিউনিটিতে বিতরণ করা হবে বলে জানান ডঃ নাজমুল ।
এদিন সাবরিনা মাহফুজ (রিহাম) ও ফারজানা ফেরদৌস শঙ্কু এর নিজস্ব উদ্যোগে কয়েক ডজন হ্যান্ডমেড ফেস মাস্ক কমিউনিটিতে বিতরনের জন্য সরবরাহ করা হয়।